ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

৫০০ টাকার জন্য হত্যা করা হয় সাংবাদিক আমির খসরু’র মাকে

৫০০ টাকার জন্য হত্যা করা হয় সাংবাদিক আমির খসরু’র মাকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভয়েস অব আমেরিকার সাবেক বাংলাদেশ প্রতিনিধি আমির খসরু’র মা সেতারা বেগম (৭৪) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আজ বুধবার শুক্কুর আলী হাওলাদার নামে এক দিনমজুরকে গ্রেফতারের পর তাঁর স্বীকারোক্তিতে জানা যায় মাত্র ৫০০ টাকার জন্য খুন করা হয় সেতারা বেগমকে। 

বুধবার বেলা ১১টার দিকে পিরোজপুর শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে অভিযান চালিয়ে শুক্কুর আলীকে (৩৭) গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জেলার ইন্দুরকানী উপজেলার চরগাজীরপুর গ্রামের বাসিন্দা হাবিব হাওলাদের ছেলে শুক্কুর আলী হাওলাদার। এ মামলার প্রতিবেদন শিগগিরই দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।

পিরোজপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন চেষ্টা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ঘটনাস্থলের পাশেই শহরের কৃষ্ণচূড়া মোড় থেকে শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়। শুক্কুর এরই মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া জানান, ‘আসামি শুক্কুর আলী একজন দিনমজুর। তিনি সেতারা বেগমের বাসায় একদিন দিনমজুরের কাজ করেন সাতশ’ টাকা চুক্তিতে। কাজ শেষে তাকে ২০০ টাকা দেওয়া হয়। তিনি পাওনা পাঁচশ’ টাকা কয়েকবার চাইলেও দেওয়া হয়নি। এরপর সমিতির কিস্তি পরিশোধ করার জন্য একদিন ওই পাঁচশ’ টাকা চেয়েছিলেন। সেদিনও তাকে টাকা না দিয়ে খারাপ ব্যবহার করে ফিরিয়ে দেন সেতারা বেগম।’

‘পরের দিন সমিতির কিস্তি পরিশোধ করেতে না পারায় সমিতির লোকজন শুক্কুরের বাসায় গিয়ে তাঁর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন। বাসায় ফেরার পরে তাঁর স্ত্রী তাকে এ ঘটনা জানিয়ে অনেক কান্নাকাটি করেন। এ ঘটনায় সেদিন শুক্কুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর শুক্কুর আলী সেতারা বেগমের এক পরিচিতজনের সাথে পরিকল্পনা করেন। তাঁর সাথে চুক্তি হয়- সেতারা বেগমের ঘরে মালামাল পাওয়া যাবে তা সেই পরিচিতজন নেবেন এবং তিনিই রাতে ঘরে ঢুকতে সহায়তা করবেন।’

পুলিশের পরিদর্শক মো. জাকারিয়া আরও বলেন, ‘এরপর পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সেতারা বেগমের পরিচিতজনের সহায়তায় ঘরে প্রবেশ করে স্যালাইনের পাইপ গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সেতারা বেগমকে। হত্যাকাণ্ড শেষে সেতারা বেগমের বাসায় থাকা কয়েক ভরি স্বর্ণের গহনা ও নগদ টাকা চুরি করে পালিযে যায় তাঁরা। পুলিশ আসামি শুক্কুর আলীকে গ্রেফতার করতে পারলেও হত্যাকাণ্ডে জড়িত সেতারা বেগমের পরিচিত সেই আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি।’

তিনি আরো জানান, ‘আসামি শুক্কুর আলীকে গ্রেফতারের পর বুধবার দুপুরে আদালত তার জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেল হাজতে প্রেরণ করেন। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।’

পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত শুক্কুর আলীকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের মোটিভও জানা গেছে। খুব শিগগিরই এ মামলার প্রতিবেদন দাখিল করা হবে।’

উল্লেখ্য, পিরোজপুর পৌর এলাকার সিআই পাড়ার বাসা থেকে গত ১৬ মে সেতারা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। সেদিন বাসায় একাই ছিলেন তিনি। সেতারা বেগম পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ প্রয়াত আব্দুল হালিমের স্ত্রী ও সাংবাদিক আমির খসরুর মা। এ ঘটনায় গত ১৭ মে সাংবাদিক আমির খসরু বাদী হয়ে সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন