ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

উন্নয়নশীল দেশ গঠনে সুশিক্ষার কোন বিকল্প নাই - আনোয়ার হোসেন মঞ্জু

উন্নয়নশীল দেশ গঠনে সুশিক্ষার কোন বিকল্প নাই - আনোয়ার হোসেন মঞ্জু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, উন্নয়নশীল দেশ গঠনে সুশিক্ষার কোন বিকল্প নাই। গ্রাম পর্যায়ে সকল ধরণের উন্নয়ন করতে হলে জনগণকে সচেতন হতে হয়। ঐক্যবদ্ধ প্রচেষ্টা দ্বারা এই সচেতনতা অর্জন সম্ভব।  

তিনি বৃহস্পতিবার বিকালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের সিংহখালী স্কুল এন্ডকলেজ প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ভোট হচ্ছে মানুষের মৌলিক অধিকার। যখন নিবার্চন অনুষ্ঠিত হবে  তখন জনগণ যাকে খুশী তাকে ভোট দিয়ে প্রতিনিধি বা সরকার গঠন করবে। তিন যুগ ধরে ভান্ডারিয়াসহ দক্ষিণাঞ্চলের মানুষকে অধিকার সচেতন করার জন্য নিরবচ্ছিন্ন ভাবে প্রচেষ্টা চালিয়েছি। সাধারণ মানুষ আজ তার ভাল মন্দ বোঝার ক্ষেত্রে এখন অনেক সক্ষম। গ্রাম পর্যায়ে যে অবকাঠামোগত উন্নয়ন হয় তার প্রায় সবটুকুই কেন্দ্রীয় সরকার থেকে প্রাপ্ত।

এই সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। এ ক্ষেত্রে গভীরভাবে খেয়াল রাখতে হবে যাতে বরাদ্দকৃত অর্থ সম্পদের অপচয় না ঘটে। দুর্নীতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সম্পদ আত্মসাতের ঝোঁক লক্ষ্য করা যায়। এই আত্মসাৎ যারা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জন্য জনগণকে আরও সজাগ হতে হবে। একদিন এই ভান্ডারিয়া থেকেই জাতীয় নেতৃত্ব দেয়ার মতো যোগ্যতা সম্পন্ন সন্তান গড়ে উঠবে। যারা দেশের অন্যান্য স্থানের মতো সক্ষম রাষ্ট্রনায়ক হতে পারবে। এই উদ্দেশ্যে আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে

সিংহখালী স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ক্যাপ্টেন (অবঃ) রুহুল আমীনের সভাপতিত্বে এ মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল এবং কলেজের অধ্যক্ষ খান ইলিয়াস হোসেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা জেপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, উপজেলা জেপি’র সিনিয়র সহ সভাপতি ও পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন দুলাল মল্লিক, জেপি নেতা আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, জেপি নেতা জামাল উদ্দিন লিটন, যুব সংহতির উপজেলা আহবায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, স্বেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি মনির সরদার, যুব সংহতির উপজেলা সদস্য সচিব মামুনুর রশীদ সরদার, ইকড়ি ইউনিয়ন যুব সংহতির সভাপতি মো. হাসান জোমাদ্দার, ভান্ডারিয়া পৌর ছাত্র সমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু, সদস্য সচিব মাহবুব  রশিদ শুভ প্রমুখ।

এছাড়া আনোয়ার হোসেন মঞ্জু এমপি সিংহখালী স্কুল এন্ড কলেজ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভিত বিশিষ্ট নবনির্মিত একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। এরপর সিংহখালী স্কুল এন্ড কলেজের চার তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। 

এরআগে ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি ইউনিয়ন পরিষদ টু ভগিরথপুর বাজার সড়কের ৩৫ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার ব্রিজের শুভ উদ্বোধন করেন এবং দোয়া ও মোনাজাতে অংশ গ্রহণ করেন। এ সব কর্মসূচিতে আরও অংশ নেন ভান্ডারিয়া উপজেলা প্রকৌশলী মো. বদরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন খলিফা প্রমুখ।    


 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন