ভাণ্ডারিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ইতি রাণী মিস্ত্রি (১৬) কে অপহরণ করে ৯ দিন আটকে রাখার অভিযোগে তারই বড় বোন সম্পা রাণী মিস্ত্রী বাদি হয়ে ভাণ্ডারিয়া থানায় বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর দুপুরে ভাণ্ডারিয়া পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া মহল্লার মো. বশির মুন্সি (৩২), রতন হাওলাদার (৩১), উত্তম হাওলাদার (৩৮) সহ কয়েক বখাটে মিলে ভাণ্ডারিয়া ওভার ব্রীজ এলাকায় মেয়েটি (ইতি রাণী মিস্ত্রি ) কে ইজি বাইকে করে জোড় পূর্বক তুলে নিয়ে যায়। পথচারীদের মাধ্যমে তাঁর বোনের অপহরণের সংবাদ পেয়ে প্রতিবেশী রতন হাওলাদার ও উত্তম হাওলাদারের সাথে যোগাযোগ করে তাঁর বোন কে ফেরত চাইলে তারা তাকে ফেরত দিবে বলে আশ্বস্ত করে সময় ক্ষেপন করে। পরবর্তীতে ১৯ অক্টোবর ইতি রাণী মিস্ত্রি কে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে।
ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদি হাসান জানান, এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এইচকেআর
