‘ইচ্ছা করলেই সকল কাঙ্খিত কাজ করা সম্ভব হয় না’


জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম খাত স্বাস্থ্য সেবাকে তৃণমূলের বাসিন্দাদের কাছে পৌঁছাতে রাষ্ট্রের উদ্যোগ সমূহকে অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
স্থানীয় পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় সাধন করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা আবশ্যক। করোনা মহামারিকালে সর্বক্ষেত্রে কাজের সমন্বয় সাধনে সরকার সফল হয়েছে বলে এই মহাবিপর্যয়ের হাত থেকে আমরা বহুলাংশে রক্ষা পেয়েছি। যা জাতির জন্য একটি মহান দৃষ্টান্ত।
তিনি শুক্রবার বিকালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগ ও আর.ও প্লান্ট উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই ইন্দুরকানী উপজেলার মত একটি পশ্চাৎপদ নতুন উপজেলায় ৩১ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল কার্যক্রম পূর্ণাঙ্গভাবে আমারা চালু করতে সক্ষম হয়েছি। এটা আল্লাহ রহমত। আমাদের জনসংখ্যাধিক্য দেশে ইচ্ছা করলেই সকল কাঙ্খিত কাজ করা সম্ভব হয় না। এত লোকের চাপ সামলানো দায়িত্বপ্রাপ্তদের ক্ষেত্রে দুঃসাধ্য হয়ে পড়ে। আজকের চিকিৎসা ব্যবস্থা আধুনিক হওয়ায় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার উপর বহুলাংশে নির্ভরশীল। চিকিৎসকদের প্যাথলজিক্যাল রিপোর্ট দেখে পরামর্শ দিতে হয়। এর জন্য রোগীদের ধৈর্য্য ধরে অপেক্ষা করা বাঞ্চিনীয়। আজকে ইন্দুরকানীবাসীর জন্য একটি আনন্দের দিন। অবকাঠামোগত সকল সুবিধা থাকা সত্তে¡ও এ উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ভর্তিসহ অন্ত:বিভাগের চিকিৎসা সেবা দিতে আমরা সক্ষম ছিলাম না। এর পিছনে নানা জটিলতা বিদ্যমান ছিলো বলে এ এলাকার মানুষ কাঙ্খিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলো। এখন থেকে এই চিকিৎসা সুবিধার জন্য জেলা বা বিভাগীয় শহরে যেতে হবে না। এভাবেই আমরা পশ্চাৎপ্দ এই গ্রামীণ এলাকার মানুষের জন্য স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে কাঙ্খিত ন্যায্য পাওনা আদায় করবো। পল্লী অঞ্চলের মানুষকে তাদের কাঙ্খিত চিকিৎসা সেবা প্রদানে হাসপাতালে নিয়োজিত চিকিৎসক ও কর্মচারীদের আন্তরিক, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্ত:বিভাগ সেবা এবং সুপেয় পানি সরবরাহের জন্য আর.ও (রিভার অসমোসিত) প্লান্ট ব্যবস্থা চালু হলো। যা লোনা পানি ও ডায়রিয়া প্রবণ উপজেলা ইন্দুরকানীর জন্য একটি বিরাট সাফল্য। ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যদিয়ে আমরা এই সেবাকে অব্যহত রাখতে সক্ষম হবো।
ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্ত:বিভাগ ও আর.ও প্লান্ট উদ্বোধন উপলক্ষে আয়োজিত এ মত বিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ হাসনাত ইউসুফ জাকি, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. এস এম মিজানুর রহমান বাদল প্রমুখ।
এ সময় মঞ্চে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, জাতীয় পার্টি-জেপি’র উপজেলা আহ্বায়ক মো. শাহীন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শঙ্কর জীৎ সমদ্দার/এইচকেআর
