মঠবাড়িয়ায় মাছ লুটে বাধা দেয়ায় হামলা, বৃদ্ধ স্বামী-স্ত্রী আহত


পিরোজপুরের মঠবাড়িয়া পূর্ব বিরোধের জেরে আনেচ মিয়া (৭০) নামে এক বৃদ্ধার পুকুরের মাছ গভীর রাতে ধরে নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষরা। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা তাঁর বসত ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার, মালামাল ও নগদ টাকাসহ ২ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটে নেয়।
হামলাকারীরা আনেচ মিয়াকে পিটিয়ে গলার হাড় ভেঙে দেয় ও তার স্ত্রীকে বেধড়ক পেটায়। এসময় গোটা এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পরে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গত ১৮ অক্টোবর রাত ২ টার দিকে হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার হারজী নলবুনিয়া (ঠুটাখালী) গ্রামের মৃত. হাজ¦ী এরফান উদ্দিন জমাদ্দারের ছেলে গুরুতর আহত আনেচ মিয়া বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে শনিবার মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলো- একই এলাকার মৃত. রহেন চৌকিদারের ছেলে দেলোয়ার (৪৭), আমির হোসেন (৪৫), আনোয়ার হোসেন (৫০), আমির হোসেনের ছেলে মুন্না (২২) ও মিঠাখালী গ্রামের মোতালেব মৃধার ছেলে মোমিনুর রহমান (২৮)।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আসামি গ্রপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
এইচকেআর
