ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ  

 মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানিবন্ধী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পানিবন্দী হওয়া মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ৫ হাজার মানুষের মাঝে এ শুকনো খাবার বিতরণ করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা মিলন তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন আকন, রিয়াজুল আলম ঝনো, শারমীন জাহান, নাসির হোসেন হাওলাদার সহ বিভিন্ন জন প্রতিনিধি ও সিপিপি সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং-এ উপজেলায় উল্লেখযোগ্য তেমন ক্ষতি হয়নি। তবে বৃষ্টির কারণে পানি বন্দী হয়ে যাওয়া মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া বাজার, হোগলপাতি, গোলবুনিয়া, আমতলী বাজার, বড় মাছুয়া বাজার, বড় মাছুয়া লঞ্চঘাট, খেজুর বাড়িয়া ও বেতনোর ইউনিয়নের মাঝেরচর এলাকায় মোট পাঁচ হাজার জন সাধনের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুকনো খাবারের মধ্যে ছিলো- চিড়া, মুড়ি, চিনি, টোস্ট, চাল, ডাল, লবণ ইত্যাদি। তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের এরকম খাদ্য সহায়তা অব্যাহত থাকবে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন