ঢাকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

Motobad news

ঘূর্ণিঝড় সিত্রাং: ভাণ্ডারিয়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 

ঘূর্ণিঝড় সিত্রাং: ভাণ্ডারিয়ায় অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপরে পড়ে এবং ভেঙে পড়ে উপজেলায় বিভিন্ন এলাকায়  প্রায় অর্ধ-শতাধিক  আধা পাকা বাড়ী-ঘর বিধ্বস্ত হয়েছে। 

উপজেলার পুরাতন স্টিমার ঘাট, উত্তর পৈকখালী, কলেজ মোড়সহ কয়েকটি এলাকায় ১১ হাজার কেভি বৈদ্যুতিক লাইনের তার  ছিড়ে গিয়ে সোমবার থেকে বিদ্যুৎ  সরবরাহ বন্ধ রয়েছে । এছাড়াও পুরাতন স্টিমার ঘাট কলেজ সড়কসহ কয়েকটি সড়কে গাছ উপড়ে পরে যান চলাচল বন্ধ রয়েছে। ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গাছ উপড়ে পরে সীমানা প্রাচীর ধ্বসে পড়েছে।

স্থানীয়দের সহায়তায ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ গাছ অপসারণ করে বিদ্যুৎ লাইন সংস্কার শুরু করেছে। এদিকে ঘুর্নিঝড়ের প্রভাবে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় মাছের ঘেরের মাছ ভেসে গেছে।


উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, পানের বরজ, কলা, আমন ধানসহ বিভিন্ন সবজির খামারে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবজি ৩৬৫ হেক্টর, পান ১৮০ হেক্টর, কলা ১৯৫ রোপা আমন ৪৩৫ হেক্টর জমির ফসল নস্ট হয়েছে।  


উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রাণী ধর জানান, ভাণ্ডারিয়া উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর ক্ষয়ক্ষতির পরিমান নিরূপনে কাজ চলছে। এছাড়াও আমরা উপজেলার বিভিন্ন আবাসনে শুকনা খাবার, চাল, তেল, চিনি, হলুদ, মরিচের গুরা বিতরণ কাজ অব্যাহত রাখছি।

উপ-সহকারী আবাশিক প্রকৌশলী বিদ্যুৎ সরবরাহ মো. এনায়েত হোসেন জানান, কিছু কিছু এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। তবে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক করতে আরও দুইদিন সময় লাগবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন