ভাণ্ডারিয়ার সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে জেপির ত্রাণ বিতরণ
_(1).jpg)

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ বলেশ্বর নদের মোহনা কচাঁ নদী তীর বর্তী উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের জাপানি ব্যাক,আবাশন প্রকল্প,আদর্শগ্রাম সহ ঐ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ অসহায় মাণুষের মাঝে বুধবার (২৬অক্টোবর) জাতীয় পার্টির জেপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
জাতীয় পার্টির জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আদিকুল ইসলাম উজ্জল তালুকদার ঐসকল স্থানে ত্রাণ বিতরণ করেন।
বিতরণ কাজে সহায়তা করেন উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, উপজেলা যুবসংহতি নেতা সালমান খান বাদশা, ছাত্রসমাজের আহবায়ক মেহেদী হাসান রাজু,সদস্য সচিব মাহাবুব শরীফ শুভ এবং স্থানীয় স্ব স্ব স্থানের প্রবীণ সমাজসেবী বৃন্দ।
এইচকেআর
