মঠবাড়িয়ায় শিক্ষক দিবস পালিত


‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে পৌর শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন খান, টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর, বেতমোর আশ্রাফুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শাহজালাল, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. নাসির উদ্দিন, সরকারি হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাশেদ, রাজারহাট শহীদ বাচ্চু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খান, ডা. রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. মোতালেব হোসেন, মাহবুবুর রহমান রামিম ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন্ত্র হালদার সুমন প্রমুখ।
এইচকেআর
