মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি


“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃংখলা” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার দেশব্যাপী একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট কমিউনিটি পুলিশিং ডে উদযাপনের অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঠবাড়িয়া থানা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মঠবাড়িয়া পৌর শহরের গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, কমিউনিটি পুলিশিং সভাপতি ও উপজেলা আ’লীগ সহ-সভাপতি মো. আরিফ উল হক, পিরোজপুর গোয়েন্দা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ওসি মো. আসলাম উদ্দিন, ওসি তদন্ত আবুল কালাম আজাদ, ওসি অপারেশন আব্দুল হালিম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকনসহ বিভিন্ন সমাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
এইচকেআর
