ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালি 

কাউখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালি 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. বনি আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন মুন্সী, কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু সহ আরও অনেকে। 


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পুলিশ এবং জনতার মাঝে সমন্বয় থাকলে পুলিশিং কমিটি আরও শক্তিশালী হবে বলে আমি আশা করি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন