মঠবাড়িয়ায় পলিথিন ঝুলিয়ে বসবাস করছে অটোচালকের পরিবার


গত ২৪ আক্টোবর বয়ে যাওয়া প্রাকৃতিক দূযোর্গ সিত্রাংয়ের আঘাতে পিরোজপুরের মঠবাড়িয়ায় বেল্লাল সরদার নামে এক অটো চালকের বসত ঘর বিধ্বস্ত হয়ে যায়। অর্থাভাবে ঘর তুলতে না পারায় গত এক সপ্তাহ ধরে পরিবারের ৪ সদস্য খোলা আকাশের নিচে পলিথিন ঝুলিয়ে বসবাস করছেন। বেলাল সরদার উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চিত্রা পতাকাটা গ্রামের মৃত ইউসুফ আলী সরদারের ছেলে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিত্রাংয়ের আঘাতে বেলাল সরদারের বসত ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পাশে পড়ে আছে। এ কারনে গোটা পরিবার মানবেতর জীবন-যাপন করছে। বেলাল সরদার দাবী করেছেন এ ঘর ভেঙে যাওয়ার তার সোয়া লাখ টাকার ক্ষতি হয়েছে। অর্থাভাবে তিনি ঘর তুলতে পারছেন না।
স্থানীয় ইউপি সদস্য মো. নাসির হোসেন ফরাজি বলেন, সিত্রাংয়ের আঘাতে বেলাল সরদারের বস ঘর ভেঙে যাওয়ায় গত এক সপ্তাহ ধরে পরিবারের ৪ সদস্য খোলা আকাশের নিচে পলিথিন ঝুলিয়ে বসবাস করছেন।
এইচকেআর
