ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বরিশাল নগরের চৌমাথা ‍এলাকার এ্যারোভেলা চাইনিজ রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে ‍এই প্রতিষ্ঠা বার্ষিকী ‍উপলক্ষে ‍আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন, বরিশালের সমাজ সেবা কার্যবালয়ের  উপ পরিচালক মো. আল মামুন তালুকদার। 

মো. বাদল হাওলাদারের সভাপতিত্বে ‍এতে অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেণ, বরিশালের ‍আঞ্চলিক তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, শহীদ ‍আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍এস ‍এম জাকির হোসেন, দৈনিক যায়যায়দিন বরিশাল ব্যুরোচিফ মো. আরিফুর রহমান। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বরিশাল সাংবাদিক কল্যান পরিষদের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান সোহাগ। সভা সঞ্চালনা করেন সাংবাদিক মোছাদ্দেক বিল্লাহ।

এসময় প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বরিশাল বিভাগের ৪২টি উপজেলার সাংবাদিক কল্যান পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় প্রথম অধিবেশনে কেক কেটে দুপুরের খাবার পর দ্বীতিয় অধিবেশনে দ্বী-বার্ষীকি সম্মেলেন মো. আরিফুর রহমান প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. বাদল হাওলাদার সভাপতি, সহ সভাপতি মো. জাফরান হারুন, মো: এসমাইল হাওলাদার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী মাসুদ, সাংগঠনিক সম্পাদক আ: আলিম ও কোষাধক্ষ পদে নির্বাচিত হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন