গণসমাবেশ সফল করতে ইন্দুরকানীতে ছাত্রদলের প্রস্তুতি সভা


বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে ইন্দুরকানীতে ছাত্র দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপি কার্যালয় ছাত্র দলের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, ইন্দুরকানী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মো. ফায়জুল কবির তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক হাসান আল মামুন, এম. ডি. বদিউজ্জামান শেখ রুবেল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. আল আমীন হোসেন, পরিচালনা করেন সদস্য সচিব মো. সাদিকুল ইসলাম।
এএজে
