কাউখালীতে ইউপি সদস্য হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার দূর্বৃত্তদের হাতে নিহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপজেলার সকল জনপ্রতিনিধিদের আয়োজেন উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আমরাজুরী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল পায়েল, ইউপি সদস্য মাহমুদ হোসেন, রুস্তুম আলী প্রমূখ। বক্তারা অবিলম্বে খুনীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুনের কাছে স্মারক লিপি পেশ করেন।
উল্লেখ্য, গত সোমবার (৩১অক্টোবর) সকালে শিয়াকাঠী ইউনিয়েনের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন দিবালোকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। এ ব্যাপারে নিহতের পুত্র মেহেদী হাসান বাদী হয়ে ১১ জনকে আসামি করে আরও ৫/৬ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে দুইজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।
এইচকেআর
