বিএনপির বিভাগীয় সমাবেশে মঠবাড়িয়ায় নেতাকর্মিদের ট্রলারে যাত্রা


বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দলীয় ৫ হাজার নেতা-কর্মি ট্রলারসহ বিভিন্ন যানবহণ যোগে বরিশাল পৌঁছেছেন। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সমাবেশের দুই দিন আগে থেকে লঞ্চ, বাস সহ বিভিন্ন পরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম বিপাকে পরেছেন। ঢাকাসহ বিভিন্ন রুটে গাড়ী চলাচল না করায় শুক্রবার মঠবাড়িয়া বিভিন্ন বাস কাউন্টারে ও লঞ্চ ঘাটে যাত্রী এসে ফিরে যেতে দেখা গেছে।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে সকল গণ পরিবহণ বন্ধ থাকায় নেতা-কর্মিদের নিয়ে ট্রলার যোগে দুই দিন আগেই বরিশাল পৌছেছি। এ জন্য ২০টি ট্রলার ভাড়া করা হয়েছিলো। আমাদের কিছু নেতা-কর্মী সড়ক পথে বিভিন্ন যান বাহনে বরিশাল এসছেন। মঠবাড়িয়া উপজেলা থেকে আমরা পাঁচ হাজার নেতা-কর্মী বরিশালের সমাবেশে যোগ দিয়েছি। বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার দিনভর এবং রাতে বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেছি। সমাবেশ স্থলে রান্নার আয়োজন করা হয়েছে। টাবু ও সামিয়ানা টানিয়ে নেতা-কর্মীরা রাত্রি যাপন করছেন।
এইচকেআর
