পিরোজপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

পিরোজপুরে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত বাস ধর্মঘট ডেকেছিল বাস মালিক সমিতি। তবে নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে শনিবার বেলা তিনটায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এরপর জেলার অভ্যন্তরীণ ১২টি পথ ও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়।
বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশের আগের দিন ডাকা বাস ধর্মঘটের কারণে মানুষ ভোগান্তির শিকার হয়েছে। বন্ধ ছিল পিরোজপুর থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার সব বাস চলাচল।
আজ বেলা তিনটায় বাস চলাচল শুরু করেছে বলে জানান পরিবহন–সংশ্লিষ্ট ব্যক্তিরা। পিরোজপুর জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির অফিস সচিব মো. আবুল প বলেন, মহাসড়কে থ্রি–হুইলারসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক সমিতির সংগঠন বরিশাল বিভাগীয় সমন্বয় পরিষদের নেতাদের নির্দেশে বাস ধর্মঘট ডাকা হয়েছিল। ধর্মঘটের কারণে পিরোজপুরের অভ্যন্তরীণসহ ১২টি রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রাখা হয়। তবে শনিবার বেলা তিনটার পর নেতারা বাস চলাচল শুরু করতে বলেছেন। এরপর বাস চলাচল শুরু হয়েছে।
পিরোজপুরে দোলা পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক মো. আলমগীর বলেন, ‘অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হওয়ায় আমরা পিরোজপুর থেকে দূরপাল্লার বাস ছেড়েছি।’
এইচকেআর
