ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 

মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অনলাইন ভিত্তিক সেবা আরও গতিশীল করতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে। মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সোমবার (৭ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত। মঠবাড়িয়া উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করেন। 

এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক সমিতি ও রিপোটার্স ইউনিয়নের নেতৃবৃন্দ।

সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, বাংলাদেশ সরকার সকল সেবা ডিজিটালাইজট করেছেন। এখন সকল তথ্য মূহুর্তে অনলাইনে পাওয়া যায়। সরকার প্রত্যন্তাঞ্চল পর্যন্ত এর পরিধি বৃদ্ধি করেছেন। প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার রয়েছে। অনলাইন ভিত্তিক সেবা আরও গতিশীল করতে এবং প্রত্যন্তাঞ্চলে সাধারণ মানুষের কাছে এ বার্তা পৌঁছানোর জন্য ৮ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা চলবে। 

মেলায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে সেবা দেয়া বেসরকারি মিলিয়ে মোট ৩০ স্টল থাকছে। মেলা উপলক্ষে মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হবে। বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা সমাপ্ত করা হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন