ভাণ্ডারিয়ায় মায়ের মৃতদেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে ছেলে


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মায়ে মৃতদেহ বাড়িতে রেখে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ কারেছে সুরঞ্জিত দেউরি।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংরেজী প্রথম পত্র পরীক্ষায় ভাণ্ডারিয়া সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের ৮নংক্ষে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রে শোকের ছায়া নেমে আসে।
সুরঞ্জিত দেউরি উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের ২নম্বর ওয়র্ডের শিক্ষক মৃত রঞ্জিত দেউরির ছেলে এবং আমনউল্লাহ মহাবিদ্যালয়ের বানিজ্য বিভাগের মেধাবী শিক্ষার্থী।
সুরঞ্জিতের স্বজন দিলিপ জানান, ওর মা দিপু রানী থাইরয়েড রোগে আক্রান্ত ছিল। দুইদিন পূর্বে ডারিয়ায় আক্রান্ত হলে তাবে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ভোর রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখে আত্মীয় স্বজনের অনুরোধ এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করে সুরঞ্জিত ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। আমরা যথাসম্ভব মনোবল দেওয়ার চেষ্টা করছি। যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে।
আমানউল্লাহ কলেজের অধ্যক্ষ মো. কাওছার আহম্মেদ জানান,সুরঞ্জিত আমাদের কলেজের বানিজ্য বিভাগের মেধাবী ছাত্র । আমাদের অনুরোধে সে আজ পরীক্ষায় অংশ গ্রহন করে।
ভাণ্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ঐ কলেঝের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহখান জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। কারন মাত্র ১মাস পূর্বে ছেলেটির বাবা মারা গেছে! এর ১মাস পর মায়ের মৃত্যু। ছেলেটি যাতে এ শোক সইতে পারে এবং পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে সে জন্য আমরা যথেষ্ট আন্তরিক ভাবে কাজ করছি। ছেলে পরীক্ষাকেন্দ্র থেকে আসার পরে পারিবারিক শ্মশানে মৃতের অন্তেষ্টিক্রীয়া সম্পন্ন হয়।
এইচকেআর
