ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যুবলীগের মহাসমাবেশে নেতা-কর্মীদের ঢল

যুবলীগের মহাসমাবেশে নেতা-কর্মীদের ঢল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আওয়ামী যুবলীগের মহাসমাবেশ শুরুর আগেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতা-কর্মীদের ঢল নেমেছে।

সংগঠনের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী যুবলীগ। 

দুপুর আড়াইটা থেকে মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

মহাসমাবেশে যোগ দিতে আজ সকাল থেকেই যুবলীগের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতা-কর্মীকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে দেখা যায়। তাঁরা বাস, পিকআপ, মোটরসাইকেলে করে মহাসমাবেশস্থলের দিকে যান। অনেকে আবার পায়ে হেঁটে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে অগ্রসর হন।

দুপুর ১২টার দিকে দেখা যায়, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত এলাকায় যুবলীগের হাজারো নেতা-কর্মী অবস্থান করছেন। নেতা-কর্মীরা দলে দলে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা হাজারো নেতা-কর্মীর পদচারণা-স্লোগানে মুখরিত।

আগত নেতা-কর্মীদের পরনে লাল-সবুজ রঙের টি-শার্ট। মাথায় লাল-সবুজ টুপি। অনেকেই আবার মাথায় লাল-সবুজের ব্যাজ পরেছেন। নেতা-কর্মীরা পতাকা, প্ল্যাকার্ড, ব্যানার বহন করছেন। সব মিলিয়ে যুবলীগের মহাসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

যুবলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।

মহাসমাবেশকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন