ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

১৩ দফা দাবিতে পিরোজপুরে জামিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন 

১৩ দফা দাবিতে পিরোজপুরে জামিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩ দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখা। সোমবার বেলা ১১টায় টাউন ক্লাব সড়কে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাররে স্মারকলিপি প্রদান করেন।

দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহা. মহিউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখার সভাপতি ড. সৈয়দ মুহাম্মাদ শরাফত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ ফারুক আহমেদ, সিনিয়র বালিপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, আবদুল মলেক হাওলাদার, অধ্যাক্ষ চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা, মো. মনির উদ্দিন, সুপার, দারুল কুরআন মহিলা দাখিল মাদ্রাসা, মাওলানা আবদুর রহিম, অধ্যক্ষ, সিনিয়র বালিপাড়া মাদ্রাসা, শরিফ সুলতান মাহমুদ, অধ্যক্ষ, চান সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসা, মাওলানা শাহ আলম, অধ্যাক্ষ ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, মাওলানা দেলোয়ার হোসাইন, অধ্যক্ষ, টগরা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসার প্রধান ও বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন পিরোজপুর জেলা শাখার অন্যান্যরা।

বক্তরা বলেন, শিক্ষক-কর্মচারীদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন। স্বতন্ত্র শিক্ষাক্রম আমাদের শিক্ষায় স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩ দফা দাবি দ্রæত সময়ে মেনে না নিলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তাই দ্রæত সময়ে আমাদের এ দাবি বাস্তবায়ন করতে হবে। যে বই ছাপানো হবে তা শিক্ষার্থীদের পাঠদানের জন্য উপযোগী নয়। বিশেষ করে মাদ্রাসায় এসকল বই ব্যবহারের প্রশ্নই আসে না। এ সকল কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল অর্জনকে ¤øান করে দিবে যা কোনভাবেই মেনে নেয়া যায় না।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন