ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ 

 পরকীয়ায় বাঁধা দেয়ায় স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বামীর পরকীয়ায় বাাঁধা দেয়ায় সীমা রানী (৪৫) নামে এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই অগ্নিদগ্ধা নারী গত ১০ দিন ধরে চিকিৎসাধী অবস্থায় মারা যান। 

এ ঘটনায় নিহত সীমা রানীর ভাই শংকর চন্দ্র মন্ডল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সোমবার রাতে ওই গৃহবধূর স্বামী সুমন বেপারী ধলা (৪৮) ও তাঁর কথিত প্রেমিকা শিখা রানী (৩৮) এর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের  করেন। অভিযুক্ত সুমন ও তাঁর পরকীয়া প্রেমিকা শিখা রানী পলাতক রয়েছে। 

অভিযুক্ত স্বামী সুমন বেপারী মঠবাড়িয়া পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের  টিএনটি মহানন্দ বেপারীর ছেলে। ধলার কথিক প্রেমিকা শিখা রানী বেতমোর গ্রামের বীরেন্দ্রনাথ বেপারীর মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, ঢাকা কদমতলী থানার শ্যামপুর ৫৮ নম্বর ওয়ার্ডের নারায়ণ চন্দ্র মন্ডলের মেয়ে সীমা রানীর সাথে ১৫ বছর পূর্বে সুমন বেপারীর সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে দীপ বেপারী নামের ১৩ বছরের একটি ছেলে ও ঐশী বেপারী নামের ৮ বছরের একটি মেয়ে রয়েছে। এ দম্পতির সংসার স্বচ্ছন্দে চলে আসছিলো। সম্প্রতি স্বামী সুমন  শীখা রানী নামে এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। 

এ সম্পর্কের কথা সমুনের স্ত্রী সীমা জেনে যাওয়ায় স্বামীকে এ অনৈতিক সম্পর্কে বাঁধা দেয়। এর জের ধরে গত ৩ নভেম্বর সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে স্বামী সুমন বেপারী স্ত্রীকে বেধরক মারধর করে এবং কেরোসিন গায়ে ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়। 

অগ্নিদগ্ধ সীমার আর্ত চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গায়ের আগুন নিভিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় ১২ নভেম্বর দুপুরে গৃহবধূ সীমা রানী মারা যান।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মৃত গৃহবধূর ভাই হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামী সুমন ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকা পলাতক। তাদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন