মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হলেন আজিজুল হক


পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক হলেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর। ১৪ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ নিয়োগ দেয়া দেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার গত ২৭/০৪/২০২২ তারিখের ৫২৭ নং প্রজ্ঞাপনমূলে উপজেলা নির্বাহী অফিসার, মঠবাড়িয়া পিরোজপুর কে মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রশাসক নিয়োগ করা হয়। ইতোমধ্যে উক্ত প্রশাসকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় স্থানীয় সরকার পৌরসভা (সংশোধন) আইন, ২০২২ এর ৪২ ধারা মোতাবেক পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌরসভা পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সরকার উক্ত পৌরসভায় আজিজুল হক সেলিম মাতুব্বরকে পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
নব নিযুক্ত পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এইচকেআর
