ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

পিরোজপুরে গোপন দর জানাতে অস্বীকার: প্রকৌশলীকে মারধর

পিরোজপুরে গোপন দর জানাতে অস্বীকার: প্রকৌশলীকে মারধর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে ঢুকে এক উপসহকারী প্রকৌশলীকে মারধর করেছেন ক্ষমতাসীন দলের কর্মীরা। হামলাকারীরা তাঁর কাছে ৩০ কোটি টাকার একটি দরপত্রের গোপন দর চেয়েছিল। তিনি এটা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করে ও যাওয়ার সময় ক্লোজ সার্কিট ক্যামেরা ভেঙে ফেলে দেয় হামলাকারীরা। 

আক্রান্ত আকাশ মণ্ডল জানান, হামলাকারীরা কেউ ঠিকাদার নয়। তাঁরা অন্য কোনো ঠিকাদারের ভাড়াটিয়া হিসেবে এসেছিল বলে ধারণা করছেন তিনি। তিনি জানান, গভীর নলকুপ স্থাপন ও বৃষ্টির পানি ধরে রাখার স্থাপনা তৈরিতে ২৩টি পৃথক প্যাকেজে প্রায় ৩০ কোটি টাকার দরপত্র অনলাইনে গ্রহণের সর্বশেষ দিন ছিল রোববার। এ দিন সকাল সাড়ে ১১টার দিকে তিনি তার কক্ষে বসে দাপ্তরিক কাজ করছিলেন। ১০-১২ যুবক দপ্তরের মধ্যে ঢুকে প্রথমে নির্বাহী প্রকৌশলীকে খোঁজ করে। তাঁকে না পেয়ে আকাশ মণ্ডলের কক্ষে যায় ওই যুবকরা। 

তাঁরা আকাশ মণ্ডলের কাছে দরপত্রের প্রাক্কলিত দর জানতে চায়। আকাশ মণ্ডল বলেন, যে কোনো দরপত্রের প্রাক্কলিত দর প্রতিষ্ঠানের গোপনীয় বিষয়। এটা প্রকাশ করা হয় না। যুবকদের এটা জানানোর পর তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। সোহাগ সিকদার নামের এক যুবক টেবিলে রাখা ক্যালকুলেটর দিয়ে প্রকৌশলীর মাথায় আঘাত করলে ক্যালকুলেটরটি ভেঙে যায়। 

এক পর্যায়ে ধস্তাধস্তি ও টানাহেঁচড়া করে তাঁকে দপ্তরের বাইরে নেওয়ার চেষ্টা করে যুবকরা। এ সময় অফিসের অন্য কর্মচারীরা তাঁকে রক্ষা করেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর নির্বাহী প্রকৌশলী আলীম গাজী জানান, ঘটনার সময় তিনি দপ্তরে ছিলেন না। হামলাকারীরা সংখ্যায় ছিল ১০-১২ জন। অন্য কর্মচারীরা দু'জনকে চিনতে পেরেছেন। 

তাঁরা হলো- সোহাগ সিকদার ও সুমন। এই দু'জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জন উল্লেখ করে প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি এবং হামলার শিকার প্রকৌশলী আকাশ মণ্ডল পিরোজপুর থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন। 

পিরোজপুর থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান জানান, আইন অনুযায়ী জিডির তদন্ত করার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ দিকে সহকর্মীকে মারধর করায় ক্ষুব্ধ হয়ে উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল ডিপ্লোমা প্রকৌশলী সমিতি। 

সংগঠনের সভাপতি প্রকৌশলী কামাল হোসেন জানান, ঘটনার পর রোববার বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল পিরোজপুর যায়। রাতে বরিশাল জোনের প্রকৌশলীরা ভার্চুয়াল সভা করে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছেন। অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুষ্ঠু বিচারের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় কয়েক দিন অপেক্ষা করবেন তাঁরা।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন