ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন

আগামী ৩ ডিসেম্বর হচ্ছে না ছাত্রলীগের সম্মেলন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হচ্ছে না। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে জাপান যাবেন ২৯ নভেম্বর। ফিরবেন ৩ ডিসেম্বর। সে কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করতে নিদের্শনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আজ দুপুরে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দেখা করতে গেলে তিনি এই নিদের্শনা দেন। একই সঙ্গে নতুন তারিখ নেওয়ার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামার্শ করার নিদের্শনা দেন তিনি। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা, কয়েকটি জেলার সভাপতি-সম্পাদক ও সাবেক কয়েকজন ছাত্রনেতা উপস্থিত ছিলেন।  

এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এখন পরিবর্তিত তারিখে ছাত্রলীগের সম্মেলন হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন