পিরোজপুরে যুবলীগ নেতার খুনিদের ফাঁসি চেয়ে মানববন্ধন


পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভর হত্যাকারী নাসির মাতুব্বরসহ সকল খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জেলা, পৌর ও উপজেলা যুবলীগ স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ফয়সাল মাহবুব শুভ নৌকার একজন কর্মী ছিলেন। তিনি নৌকার নির্বাচনী প্রচারণাকালে খুন হন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই পরিকল্পনা এবং কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
আর যারা পিছনে মদদ দিয়েছেন তাদেরও আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। কোনভাবেই শুভ হত্যাকারী ও পরিকল্পনাকারীদের ছেড়ে দেয়া হবে না।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদুল্লাহ লিটন, পৌর কাউন্সিলর জিয়াউল হক টিপু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইরতিজা হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন শিকদার, পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদ, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ রানাসহ আরো অনেকে।
এসএমএইচ
