পিরোজপুরে আইটি পার্ক স্থাপন করা হবে : শ ম রেজাউল


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পিরোজপুরে শিগগিরই বড় আকারের একটি আইটি পার্ক স্থাপন করা হবে। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘পৃথিবী এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার মহা শোভাযাত্রায় সকলে অংশগ্রহণ করে তথ্য প্রযুক্তির অগ্রযাত্রায় সরিক হতে হবে।’
তিনি বলেন, ‘আগে তথ্য পাওয়ার জন্য আমাদের দ্বারে দ্বারে ঘুরতে হতো। এখন গুগলে চাপ দিলেই মুহূর্তের মধ্যে দেশ-বিদেশের সকল তথ্য পেয়ে যাচ্ছি।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে শ ম রেজাউল করিম বলেন, ‘রাষ্ট্রব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় দ্রুততম সময়ে পৌঁছে দিতে ডিজিটাল সেবার মান কীভাবে আরও বৃদ্ধি করা যায় তার প্রতি খেয়াল রাখতে হবে।’
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন, যেন তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এর অপব্যবহার না করে এবং গভীর রাতে ইউটিউবে আসক্তি হয়ে জঙ্গিবাদে না জড়ায়।’
তিনি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে যারাই এর অপব্যবহার করবে তাদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।’
দু’দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় চারটি প্যাভিলিয়নের আওতায় সরকারি ও বেসরকারি ৪০টি স্টল স্থাপন করা হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেলা।
এসএমএইচ

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    