পিরোজপুরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান উপজেলা কমিটির মেয়াদ শেষ হয়েছে ৫ বছর আগেই। শনিবার দুপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুপুরে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন (এমপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি), কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খালেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলি খান পান্না প্রমুখ।
৮ বছর আগে ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে এম এ মালেক বেপারীকে সভাপতি এবং মো. মোশারেফ হোসেন খানকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। ২০১৬ সালের ১৪ নভেম্বর মালেক বেপারীর মৃত্যুর পর সভাপতি পদটি শূন্য রয়েছে। এরপর নির্দিষ্ট করে কাউকেই সভাপতির দায়িত্ব দেওয়া হয়নি।
এদিকে কাউন্সিলকে সফল করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও ফেস্টুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নেয়। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ করবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    