ঢাকা রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Motobad news

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহন করলেন কবি হেনরী স্বপন

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহন করলেন কবি হেনরী স্বপন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলা কবিতায় বিশেষ অবদান রাখায় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহন করলেন প্রখ্যাত কবি হেনরী স্বপন। শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর রোটারী ভবনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। হেনরী স্বপন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক মতবাদ পত্রিকার যুগ্ম সম্পাদক পদে দায়িত্বরত। 

এছাড়া সাহিত্য সংস্কৃতি চর্চায় অবদান রাখায় আরো ৭ জন এ পদকে ভূষিত হন। তারা হলেন, কথাসাহিত্যে পলাশ মজুমদার, গবেষণা সাহিত্যে রকিবুল হাসান, প্রবন্ধে পীযূষ কান্তি বড়ুয়া, অনুবাদে মাসুদুল হক, শিশুসাহিত্যে হুমায়ূন কবীর ঢালী, কারুশিল্পে সমীরণ চন্দ্র দত্ত এবং সংগঠনে সুমা ভৌমিক। সকলেই আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ারা সৈয়দ হক বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমি জাতিকে ভাবতে শিখিয়েছে। এমন একটি সংগঠনের আমন্ত্রণ পেয়ে চাঁদপুরের মতো বিখ্যাত জেলায় আসতে পেরে আমার ভালো লাগছে। আজকে যাদের হাতে পুরস্কার তুলে দিলাম তারা সকলেই বাংলা ভাষা, সাহিত্য-সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন। 

চর্যাপদ একাডেমির সভাপতি নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে ও মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক সজীব মোহাম্মদ আরিফ ও সদস্য সচিব দুখাই মুহাম্মাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথাসাহিত্যিক মনি হায়দার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন। 

প্রশংসাপত্র পাঠ করেন সহ-সভাপতি আয়শা আক্তার রুপা, পরিচালক শিউলী মজুমদার, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, উপ-পরিচালক জান্নাতুল ফেরাদউস সুপ্ত, সাংস্কৃতিক পরিচালক কাকলী চক্রবর্তী, তথ্য পরিচালক জান্নাতুল মাওয়া, নারী উদ্যোক্তা ইলা ইয়াসমিন ও সদস্য কামরুন্নাহার বিউটি।

হাওয়াইয়ান গিটারশিল্পী দিলীপ ঘোষের মনোমুগ্ধকর গিটার পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নর্দান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন, জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ, বিন্দুবিসর্গ সম্পাদক কবি সাবেদ আল সাদ, নজরুল গবেষণা পরিষদের সভাপতি মোশারেফ হোসেন, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি তছলিম হোসেন হাওলাদার, কবি খালেদ রাহী, চর্যাপদের নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, উপমহাপরিচালক নন্দিতা দাস, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম।

২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটি চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করে আসছে। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন