ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

ভাণ্ডারিয়ায় অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ২৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। 

সোমবার দিনগত রাত ১২টার দিকে স্থানীয় লিয়াকত মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার রাতে ভাণ্ডারিয়া উপজেলার ২নম্বর নদমুলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ লাগোয়া লিয়াকত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকান ঘরে ছড়িয়ে পড়ে। 

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী ও স্থানীয়রা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ সময় ৮টি দোকান ঘর ভস্মীভূত হয়।

দোকান মালিক সজিব তালুকদার জানান, একটি সিমেন্টের দোকান, তিনটি চায়ের দোকান, দুইটি ইলেকট্রিক দোকান, একটি জুতার দোকান, একটি কাপরের দোকান পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ আহাম্মেদ জানান, ফোনের মাধ্যমে জানতে পেরে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।  এতে আনুমনিক পনেরো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন