ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন

 জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মঠবাড়িয়ায় মানববন্ধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যলয়ের সম্মূখ সড়কে মঠবাড়িয়া উপজেলা জাতীয় পার্টি ও তাঁর অঙ্গ সংগঠন এ কর্মসূচির আয়োজন করেন।

ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নূরুজ্জামান লিটন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আঃ রহমান আল নোমান প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা দ্রæত সময়ে গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুমকি দেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন