ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মঠবাড়িয়ায় কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতি উঞ্চি জমি চাষের আওতায় আনার লক্ষে মঠবাড়িয়া উপজেলার মাঠ পর্যায়ের কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বৃহস্পতিবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন  আহম্মেদ, পৌর প্রশাষক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান. আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শরীফ, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর প্রমূখ। আলোচনা শেষ উপজেলার ৬'শ ৮০ জন কৃষকের মাঝে সরিষা, খেসারী, গম বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

পরে উপজেলার টিকিকাটা ইউনিয়ন কর্তৃক আয়োজিত পরিষদ চত্বরেও বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা মূলক সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, পৌর প্রশাষক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, কাজী মাওলানা ওবাইদুল্লাহ প্রমূখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন