কাউখালীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে কাউখালী উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলাদ হোসেন মঈন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোয়াইব সিদ্দিক, যুগ্ম আহবায়ক রাব্বি রহমান লাফিত, খান বাহাদুর রাজু, রফিকুল ইসলাম সোহাগ, শাফাউর রহমান বিহন, আব্দুল্লাহ আল গালিব, ইজাজ আহম্মেদ সিফাত, কাউখালী কলেজ ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব তুহিন সিকদার সহ কাউখালী উপজেলার ইউনিয়ন এবং উপজেলার ছাত্রদলের নেতা কমীসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নারানগঞ্জের আড়াই হাজারে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর উপর ছাত্রলীগের বর্বরোচিত হামলার সুষ্ঠ বিচার দাবী করেন।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    