ঢাকা বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

Motobad news
রোগীরা চরম দূর্ভোগে

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে পানি সরবরাহ বন্ধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম দূর্ভোগে রয়েছে। উপজেলার একমাত্র সরকারি সেবামূলক প্রতিষ্ঠানটি তিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকার কারণে অনেক রোগীরা হাসপাতাল ছেড়ে বাড়ীতে চলে গেছে। ভর্তিকৃত অন্যন্যা রোগীরা বাহির থেকে পটে করে পানি এনে জরুরী কাজ সারছেন। 

হাসপাতালসূত্রে জানা গেছে স্বাস্থ্য কমপ্লেক্সের পানি উত্তোলণের মটরটি হঠাৎ করে অকেজো হয়ে যাওয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। 

রোগী আমজাদ হাওলাদার ও আল আমিন এবং নাছিমা বেগম জানান, তাঁরা তিনদিন ধরে গোসল করতে না পেরে অস্বস্তি বোধ করছেন এতে করে শরীর আরো দূর্বল হয়ে যাচ্ছে। 

উপজেলা আবাসিক মেডিকেল অফিসার দীপ্ত কৃন্ডু জানান, মটরের মেরামতের কাজ চলছে যে কোন সময় পানি সরবরাহ চালু হয়ে যাবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন