পিরোজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন


পিরোজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। আজ দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ভার্চুুয়ালী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত এ সম্মেলন সকাল ১০টায় শুরু হবার কথা থাকলেও সকাল থেকেই বর্ণাঢ্য মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় পিরোজপুর পরিনত হয় মিছিলের শহরে। সম্মেলনকে কেন্দ্র করে পিরোজপুরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান মালেক জানান, যথাযথ প্রস্তুতি নিয়েই সম্মেলন শুরু করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে চলা এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি, প্রধান বক্তা হিসেবে রয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
তাছাড়া বিশেষ অতিথি রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু।
অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলে জেলা কমিটি ঘোষণার কথা রয়েছে।
 
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    