ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতে আসামিদের স্লোগান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতে আসামিদের স্লোগান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও যুবদলের চার নেতাকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত। এ সময় তাঁরা আদালতের বারান্দায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

সোমবার পিরোজপুর জেলা জজ মো. মুহিদ উজ্জামানের আদালত তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো নেতারা হলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ মো. রফিকুল ইসলাম, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. মাজেদুল কবির রাসেল ও বিএনপি নেতা মো. রিপন ডাকুয়া।

এর আগে ওই দিন উপজেলা বিএনপির ১২ নেতাকর্মী আদালতে জামিন আবেদন করেন। আদলতে তাদের আটজনকে জামিন প্রদান করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নেতাদের আদালত হাজতে নেয়ার সময় যুবদল নেতা মাজেদুল কবির রাসেল আদালতের বারান্দায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে স্লোগান দেন। এ সময় আদালতে থাকা নেতাকর্মীরা তাঁর সাথে মিছিল করেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির উদ্যোগে একটি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় দলের ৬০ নেতাকর্মী আহতসহ বিএনপির দলীয় কার্যালয় ও আ’লীগের ব্যানার ফেস্টুন ভাঙচুর করা হয়।

এ ঘটনায় উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান ফকির বিএনপির শতাধিক নামীয় ও দুই শতাধিক নেতাকর্মীকে অজ্ঞাত করে একটি মামলা করেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন