কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন


পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি উপজেলা শাখার আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে।
সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবিরকে আহবায়ক, এইচ এম দীন মোহাম্মদ কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদ্স্যরা হলেন, যুগ্ম আহবায়ক, মনিরুজ্জামান মিয়া, জিয়াউল হাসান নিক্সন, বদরুদ্দোজা মিয়া, বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, লিয়াকত তালুকদার, রফিকুল ইসলাম রফিক এবং সদস্য শাহ ইমরান ফারুক ও সাফিউল আজম দুলাল। গত ২৭ নভেম্বর পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এ আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
আগামী ৪ দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি জেলা কমিটির নিকট দাখিল করার জন্য বলা হয়েছে।
 
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    