মঠবাড়িয়ায় পৌর নাগরিক সেবা বৃদ্ধির লক্ষে প্রশাসকের মতবিনিময়


পিরোজপুরের মঠবাড়িয়া পৌর সভার নাগরিক সেবা আরও বৃদ্ধির লক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরের পৌরসভা কক্ষে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২৯ নভেম্বর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর আনুষ্ঠানিক ভাবে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, হিসাব রক্ষক হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, কর আদায়কারী মো. মনিরুজ্জামান, কর নির্ধারন নুরুজ্জামান, সেনেটারী কর্মকর্তা রাম কৃষ্ণ সাহা, উপ-সহকারি প্রকৌশলী ফারজানা, কেশিয়ার মিজানুর রহমান, পরিদর্শক মো. ফজলুল হক, কার্য সহকারী শরীফুল ইসলাম প্রমূখ।
নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রথম শ্রেনীর পৌর সভা হিসেবে সকল প্রকার নাগরিক সুবিধা আরও তরান্বিত করতে হবে। রাতে পৌর শহরের কোন রাস্তা অন্ধকার থাকতে পারবে না। যথা সময়ে ময়লা-আবর্জনা পরিস্কার করতে হবে। কোন কর্মকর্তা-কর্মচারিকে দায়িত্বে অবহেলা করা চলবে না। দ্রæত কর আদায়ের ক্ষেত্রে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌর ট্যাক্স পনের শতাংশ মওকুব করার ঘোষণা দেন।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    