ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

‘ইসলামী নীতি নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলামের সংশোধন চাই’

 ‘ইসলামী নীতি নৈতিকতা বিরোধী শিক্ষা কারিকুলামের সংশোধন চাই’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩২তম বার্ষিক ঈছালে ছাওয়াব মাহফিলে বৃহস্পতিবার বাদ জোহর আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা বলেন -আমরা মুসলমান। মুসলমানদের স্বকীয় তাহযীব তমদ্দুন রয়েছে। 

তাই মুসলমানদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন ও রাষ্ট্রীয় জীবন হবে ইসলামী নীতি ও নৈতিকতার আদর্শে উজ্জীবিত। প্রসঙ্গক্রমে ২০২৩ সন হতে স্কুল ও মাদরাসায় সমভাবে চালু হতে যাওয়া শিক্ষা কারিকুলাম সম্মন্ধে হযরত পীর ছাহেব কেবলা বলেন- ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য নতুন কারিকুলামের আলোকে রচিত বই দেখে আমরা হতাশ হয়েছি। নব্বই ভাগ মুসলমানদের দেশে জনগনের অর্থে ও স্বার্থে সরকারী ভাবে রচিত বইতে ইসলাম ও মুসলামাদের নীতি-নৈতিকতা , তাহযীব-তমদ্দুন এবং আদর্শ-ঐতিহ্য চরম ভাবে উপেক্ষিত হয়েছে। ক্ষেত্র বিশেষে বিজাতীয় ভাবধারা এবং শিল্প-সংস্কৃতিকে হাইলাইট করে কোমলমতি শিক্ষার্থীদের ধর্মহীন করার হীন চক্রান্ত লক্ষ্য করা গেছে। আমরা এসব বইয়ের উপযুক্ত সংশোধন দাবী করছি।
 

স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এ্যডভোকেট শ. ম. রেজাউল করিম বৃহস্পতিবার দুপুর বারোটায় দরবার শরীফে উপস্থিত হয়ে আখেরী মুনাজাতে অংশগ্রহণ করেন। তিনি আগত মুসল্লীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন- লক্ষ লক্ষ লোকের এ মিলন মেলায় পানি ও সেনিটেশন এর প্রকট সমস্যা আছে। ইতোমধ্যেই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প পাশ হয়েছে। যা বাস্তবায়ন হলে আপনাদের পানি ও সেনিটেশনের দুর্ভোগ লাঘব হবে ইনশা আল্লাহ। 

মাহফিলে অন্যান্যদের মধ্যে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ. কে.এম. এ.আউয়াল,  আমিন মোহাম্মাদ গ্রুপের চেয়ারম্যান এ. এম. এম. এনামুল হক, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারূক, স্বরূপকাঠী পৌর মেয়র গোলাম কবির, নেছারাবাদ উপজেলার সাবেক চেয়ারম্যান মুহিদুল ইসলাম মুহিদ, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব উল্লাহ্ মজুমদার উপস্থিত ছিলেন। 

আখেরী মুনাজাতে লাখো জনতার আমিন আমিন ধ্বনিতে আকাশ বাতাশ মুখরিত হয়ে ওঠে।  সমবেত জনতা তাদের বিগত জীবনের গোনাহ্ রাশি স্মরণ করে চোখে অশ্রু বিসর্জন দিতে থাকে। জনতার ক্রন্দন রোলে কিছুক্ষণের জন্য সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। হযরত পীর ছাহেব কেবলা সকলের কল্যান কামনা, ইসলাম ও মুসলমানদের ইজ্জত আব্রুর হেফাজত এবং দেশের শান্তি , শৃংখলা ও উন্নতি কামনা করে বারে গাহে এলাহীতে মুনাজাত করেন।      


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন