ভাণ্ডারিয়ায় স্বেচ্ছাসেবক পার্টির মতবিনিময় সভা


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার বিকালে জাতীয় পার্টি- জেপির অঙ্গসংগঠন উপজেলা জাতীয় স্বেচ্ছা সেবক পার্টির উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পার জেপির উপজেলা দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি পৌর কাউন্সিলর মো. গোলাম সরোয়ার জোমাদ্দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেপির উপজেলা সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল আলম খোকন সিকদার, শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, মো. ফিরোজ আলম,রেজা আহম্মেদ দুলাল, যুবসংহতির সাধারন সম্পাদক মামুনুর রশিদ সরদার, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন তালুকদার, নদমুলা ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসেন তালুকদার প্রমুখ।
সভায় জেষ্ঠ্য বক্তারা বলেন, আগামী ৪ডিসেম্বর সাবেক সফল মন্ত্রী, জাতীয় পার্টি- জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির ভাণ্ডারিয়ায় দীর্ঘ রাজনৈতিক জীবনের ৩৮বছর পূর্ণ হবে। এই দীর্ঘ সময়ে তিনি ১৮বছর সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের দ্বায়িত্ব সম্পূর্ণ সফলতার সহিত পালন করতে সক্ষম হয়েছেন।
তিনি সব সময় উন্নয়নের রাজনীতি করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করতে দল,মতের উর্দ্ধে এসে উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আর সে জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেপি ও সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানানো হয়।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    