মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা


পিরোজপুরের মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলার মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ ও ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজীম-উল হকের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুগ্ন-নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয় বরিশাল মুহাম্মাদ আদুল্লহি আল মামুন।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপ-নিবন্ধক বিভাগীয় কার্য়লয় বরিশাল মো.শরিফুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আরিফ উল হক সহ ব্যাংক পরিচালক ও সমবায়ীরা।
সভায় ২০২১-২২ সালের আর্থিক বিবরণী ও সমবায়ীদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।
এইচকেআর
