মঠবাড়িয়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার


পিরোজপুর মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর অভিযানে আজীম খান (৩০) ও পরাক কুমার রায় (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) ডিবি ওসি আসলাম উদ্দিন বলেন, মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে পৌর শহরের ৬ নং ওয়ার্ড শাপলা চত্বর রোড এর কালামের ইট সলিং পাকা রাস্তার ওপর থেকে গাঁজা বিক্রির সময় মো. ফোরকান খান ওরফে আজীম খান নামের এক মাদক ব্যাবসায়ীকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। ফোরকান উপজেলার মিরুখালী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মো. শাহজাহান খানের ছেলে।
এর আগে সোমবার রাতে পৌর শহরের ৪ নং ওয়ার্ড টিএন্ডটি রোড দুলাভাই স্টোর এর সামনে পাকা রাস্তার উপর থেকে পরাক কুমার রায়কে ১০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। পরাক কুমার মঠবাড়িয়া পৌরসভা ৪নং ওয়ার্ড টিএন্ডটি রোড সংলগ্ন উত্তম কুমার রায় এর ছেলে। এ ঘটনায় গোয়েন্দা শাখা দক্ষিণের এসআই মো. আল মামুন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তরকৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজজামান তালুকদার মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বুধবার (৭ ডিসেম্বর) মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচকেআর
