মঠবাড়িয়ায় মোটর সাইকেলের পৌর টোল মওকুফ করে দিলেন পৌর প্রশাসক


পিরোজপুরের জেলার অন্যতম প্রথম শ্রেণীর পৌর সভা মঠবাড়িয়াতে ভাড়ায় চালিত মোটর সাইকেলের পৌর টোল মওকুফ করে দিয়েছেন নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকালে পৌরসভা সম্মূখে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সভা করে আনুষ্ঠানিক ভাবে মোটর সাইকেলের পৌর টোল মওকুফের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা মোটর সাইকেল চালক (রেন্ট-এ কার) সমিতির সভাপতি ও উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, আ.লীগ নোতা হারুণ অর রশিদ খান, প্রভাষক জুলহাস শাহীন, গাড়ি চালক মো. সিদ্দিক প্রমূখ।
জানাগেছে, মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে মঠবাড়িয়ার পৌর শহরে প্রবেশ করলে ভাড়ায় চালিত মোটর সাইকেল (রেন্ট-এ কার) চালকদের কাছ থেকে পৌর টোল হিসেবে ১০ টাকা আদায় করা হতো। যা অনেকের পক্ষে দেয়া সম্ভব হতো না। চালকদের এবং সমিতির কর্মকর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে এ পৌর টোল মওকুফ করা হয়।
উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক ও পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, চালক এবং সমিতির কর্মকর্তাদের এমন অভিযোগের ভিত্তিতে এ পৌর টোল মওকুফ করা হয়। এতে প্রতি বছর পৌরসভা ১৬ লাখ টাকা ভর্তুকি দিবে।
পরিচ্ছন্ন নগরায়নে কাজ করায় এদিকে বুববার রাতে নব নিযুক্ত পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরকে সৌদি প্রবাসী হাসপাতালের পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের নিবার্হী পরিচালক মো. মনির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপজেলা আ.লীগ প্রচার সম্পাদক মো. ফজলুল হক মনি, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সৌদি প্রবাসী হাসপাতালের ডাক্তার, নার্স ও বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    