মঠবাড়িয়ায় ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ (মঠবাড়িয়া) এর অভিযানে এক কেজি গাঁজাসহ সরোয়ার সরদার (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পশ্চিম পাতাকাটা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত সরোয়ার সরদার উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে।
ডিবি সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক সংগীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাতে পশ্চিম পাতাকাটা গ্রামে অভিযান চালিয়ে সরোয়ার সরদারকে আটক করা হয়। এসময় সরোয়ারের তথ্য মতে তার বসতঘরের শয়ন কক্ষের খাটের নীচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এঘটনায় ডিবি দক্ষিণের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাদক ব্যবসায়ী সরোয়ার সরদারকে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    