মঠবাড়িয়া আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত


পিরোজপুরের মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাষনের উদ্যোগে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার সন্মূখ সড়কে মানববন্ধনে মিলিত হয়।
পরে দিবসটি উপলক্ষে সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল লতীফ শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফেরদৌস, মঠবাড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মজিবর রহমান, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষক নেতা খলিলুর রহমান, বনিক সমিতির সভাপতি শামছুল হাসান প্রমূখ। বক্তারা দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এইচকেআর
