ভাণ্ডারিয়ায় বেগম রোকেয়া দিবস পালিত


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো.নাসির উদ্দীন খলিফা, শিক্ষক আফরোজা আক্তার মুক্তা প্রমূখ।
এইচকেআর

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    