ভাণ্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে শনিবার (১০ডিসেম্বর) বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে “সবার জন্য মর্যাদা স্বাধীনতা এবং ন্যায় বিচার” যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন ভাণ্ডারিয়া আঞ্চলিক শাখার সভাপতি ও সাংবাদিক মো. ছগির হোসেন এর সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা, স্বাস্থ্যও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক বিরেন চন্দ্র দাস, মানবাধিকার কমিশনের সহ সভাপতি মো. রিয়াজ মাহমুদ মিঠু, মো. শহিদুল ইসলাম, মো. লোকমান হোসেন, দেলোয়ার হোসেন তালুকদার ও মাহাফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
এইচকেআর
