কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত


পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘‘মর্যাদা, ক্ষমা, স্বাধীনতা ও ন্যায়বিচার সবার জন্য’’।
শনিবার বেসরকারী সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে আলোচনা সভায় কাউখালীর রেস্টোরেটিভ জাষ্টিস মেডিয়েশন ফোরাম এর সভাপতি ও কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাউখালী নাগরিক উদ্যোগের এরিয়া কো-অর্ডিনেটর উত্তম কুমার রায়, কাউখালীর রেস্টোরেটিভ জাষ্টিস মেডিয়েশন ফোরাম এর সদস্য ডলি খানম, এমিলি খানম, মাহাফুজা মিলি, নুরুজ্জামান খোকন, কাউখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, নাগরিক উদ্যোগের কমিউনিটি প্যারালিগ্যাল সুমা আক্তার, হোসনেআরা খাতুন, জীবন কৃষ্ণ দাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউখালী নাগরিক উদ্যোগের একাউন্স এন্ড এডমিন অফিসার আহসানুল হাসান। আলোচনা সভা শেষে নাগরিক উদ্যোগের আঞ্চলিক কার্যালয়ের সামনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত।
এইচকেআর
