ভাণ্ডারিয়ায় ৪গ্রামকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের উদ্বোধন


পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৪ গ্রামকে বাল্যবিবাহমুক্ত গ্রাম ঘোষণা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা হলরুমে বে-সরকারির উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভাণ্ডারিয়া এরিয়ার উদ্দ্যোগে ‘আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হবে বাল্যবিবাহ মুক্ত’ শ্লোলগানকে সামনে রেখে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এ ক্যাম্পেইনের একসাথে কাজ কারার জন্য সংহতি প্রকাশ করেন বেসরকারি সংস্থ্যা ব্রাক।
সীমা রানী ধর তার বক্তব্যে বলেন, “করোনা মহামারির প্রভাবে গ্রামে গঞ্জে বাল্যবিবাহ বৃদ্ধি পেয়েছে। গত দুই দিনে উপজেলার গৌরীপুর এবং ইকড়ি ইউনিয়নে আমরা দুটি বাল্যবিবাহ বন্ধ করেছি। তাদের মুচলেকা নিয়ে সরকারি নির্ধারিত বয়সে বিবাহ সম্পন্ন করার অঙ্গীকার করেন স্ব স্ব পরিবার। তবে তাদের আর্থিক অস্বচ্ছলতার বিষয়ে উপজেলা প্রশাসন বিকল্প ব্যবস্থা নেয়ার বিষয় ঐ দুই পরিবারকে আস্বস্ত করা হয়েছে। তাঁর পরেও আমাদের আগোচরে আরও অনেক শিশুর বিয়ে হয়ে যাচ্ছে। সকলকে আহ্বান করি, আপনারা সক্রিয় হয়ে বাল্যবিবাহ বন্ধে উদ্যোগী হোন। সমাজের মানুষদের সচেতন করেন। ভাণ্ডারিয়ায় আর একটিও বাল্যবিবাহ দেখতে চাই না।
বেসরকারি উন্নয়ন সংস্থ্যা ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া অফিসের ম্যানেজার লিন্ডা দফো বলেন, “আমরা চাই ভাণ্ডারিয়ায় ১৮ বছরের আগে কোনো মেয়ে শিশুর বিয়ে না হয়। এরই ধারাবাহিকতায় প্রাথমিক পর্যায়ে ভাণ্ডারিয়া উপজেলায় তেলিখালি, মাটিভাঙ্গা, রাজপাশা এবং দক্ষিণ শিয়ালকাঠি এই চারটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। গ্রামগুলোতে শিশুরা শিক্ষায়, স্বাস্থ্যে ও সচেতনতায় সুনাগরিক হয়ে গড়ে উঠবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আসমা আক্তার, গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, তেলিখালী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান বাহাউদ্দিন বাদল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আবদুল ওহাব হাওলাদার, উপজেলা সমাজ সেব সমাজ সেবা কর্মকতর্কা ভবানী শংকর বল, ভাণ্ডারিয়া থানার উপ পরিদর্শক বজলুর রহমান, ব্র্যাকের জেলা ম্যানেজার জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিশু ফোরামের প্রতিনিধি ও গ্রাম উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এইচকেআর
