বিজয় দিবসে মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডাঃ মো. রুস্তম আলী ফরাজী।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক ও উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাচ্চু আকন ও আ'লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান প্রমূখ।
এইচকেআর
